State

ব্যাঙ্কে গুলি, রক্তাক্ত গ্রাহক

Published by
News Desk

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রামপুরহাট শাখায় দিনের ব্যস্ত সময়ে চলল গুলি। ব্যাঙ্কে তখন ভর্তি গ্রাহক। চলছে জোর কদমে কাজ। সূত্রের খবর, তখনই ব্যাঙ্কে কর্তব্যরত সুরক্ষাকর্মীর হাতে থাকা বন্দুকটি মেঝেতে পড়ে যায়। আর তাতেই গুলি চলে যায়। যা গিয়ে লাগে আনন্দ মণ্ডল নামে এক গ্রাহকের পায়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাঙ্কের কর্মী ও উপস্থিত গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ব্যাঙ্ক ডাকাতি হচ্ছে বলে মনে করে ভয়ে শিউরে ওঠেন। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk