State

১৫০ টাকা নিয়ে বিবাদ, বন্ধুকে মেরে পুঁতে দিল ২ কিশোর

Published by
News Desk

গত বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর স্টেশন রোডের বাসিন্দা নবম শ্রেণির ছাত্র দেবাশিস ভৌমিক তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বার হয়। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি।

সর্বত্র খোঁজ করে পরদিন থানায় অভিযোগ দায়ের করেন দেবাশিসের পরিবারের লোকজন। পুলিশ তদন্তে নেমে প্রথমে দেবাশিসের খোয়া যাওয়া সাইকেলটি উদ্ধার করে। তারপর গ্রেফতার করা হয় তার ২ বন্ধুকে। তাদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে আসল কথা।

২ বন্ধু স্বীকার করে নেয় যে ১৫০ টাকা নিয়ে বিবাদের জেরে তারাই দেবাশিসকে খুন করে দেহ মাটিতে পুঁতে দিয়েছে। জাহাঙ্গীরপুর হেলিপ্যাডের কাছে তাদের বলে দেওয়া জায়গা থেকেই শনিবার রাতে দেবাশিসের দেহ উদ্ধার করে পুলিশ। এদিকে এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে কৃষ্ণনগর-বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে।

Share
Published by
News Desk