State

ট্রেন লাইনে ব্যাঙ্ককর্মীর দেহ, মুচলেকার দাবি ঘিরে ঘনীভূত রহস্য

Published by
News Desk

উলুবেড়িয়া ও ফুলেশ্বর স্টেশনের মাঝে রেল লাইনের ওপর থেকে উদ্ধার হল রজত চৌধুরী নামে ব্যাঙ্কের এক অস্থায়ী কর্মীর দেহ। আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ব্যাঙ্কেই মৃত যুবকের মোটরবাইকটি পড়ে রয়েছে। এদিকে জটিলতা বাড়িয়েছে মৃত যুবকের ফেসবুক পোস্ট। পুলিশ জানতে পেরেছে ফেসবুক পোস্টে রজত দাবি করেছিলেন ব্যাঙ্কে জমা পড়া সব অচল নোট তাঁর, এই মর্মে তাঁকে দিয়ে সাদা কাগজে মুচলেকা লিখিয়ে নেন ওই ব্যাঙ্কেরই ২ সহকর্মী। যদিও এই পোস্ট রজতই করেছিলেন কিনা তা নিয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Share
Published by
News Desk