State

শুনানি চলাকালীন চুল ঠিক করতে ব্যস্ত রইল উদয়ন

Published by
News Desk

বাবা-মা ও প্রেমিকাকে খুনে অভিযুক্ত উদয়ন দাসকে গত সোমবারই বাঁকুড়ায় নিয়ে আসে পুলিশ। এদিন তাকে আদালতে পেশ করা হয়। উদয়ন দাসকে আদালতে পেশ করাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় জমেছিল। তাকে আনার সঙ্গে সঙ্গেই উদয়ন দাসকে লক্ষ করে ইটবৃষ্টি শুরু হয়ে যায়। তাকে জনতার হাতে তুলে দেওয়ার জন্য চিৎকার করতে থাকেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। তাদের ইটবৃষ্টি সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। অনেক কষ্টে জনতার হাত এড়িয়ে উদয়নকে আদালতের মধ্যে নিয়ে যায় তারা। এদিকে এদিন প্রায় আধঘণ্টার শুনানিতে পুরো সময়টাই নির্লিপ্ত ছিল উদয়ন দাস। তার তরফে ২ আইনজীবী সওয়াল করলেও উদয়ন ছিল নির্বিকার। চুল ঠিক করতেই ব্যস্ত ছিল সে। উদয়নের বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগও মামলায় যুক্ত করেছে পুলিশ। শুনানি শেষে উদয়নকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

 

Share
Published by
News Desk

Recent Posts