State

আক্রান্ত প্রতিবাদী, কাটা গেল ২ জনের হাত

Published by
News Desk

ফের আক্রান্ত প্রতিবাদী। এবার মালদহের মধুহাট এলাকায়। ২ জনের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। তাদের গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন আরও ৪ জন।

সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত শুক্রবার সন্ধের মুখে। জমি থেকে গরু চরিয়ে বাড়ি ফিরছিলেন মঙ্গল ঘোষ ও দয়া ঘোষ। গ্রামের কাছে আসতে গরুরা গ্রামে ঢুকতে বেঁকে বসে। সরস্বতী পুজো উপলক্ষে তারস্বরে মাইক বাজায় ভয় পেয়ে তারা গ্রামে ঢুকছে না বুঝতে পেরে মাইক বাজানোর প্রতিবাদ করেন মঙ্গল ও দয়া। অভিযোগ তারপরই দু’পক্ষে প্রবল বচসা শুরু হয়।

স্থানীয় ক্লাবের ছেলেরা ২ জনের ওপর চড়াও হয়। মঙ্গল ঘোষকে মারধরও করে তারা। এই দেখে সেখান থেকে চলে যান দয়া ঘোষ। তারপর কিছুক্ষণের মধ্যেই দলবল নিয়ে হাজির হন সেখানে। শুরু হয় দু’পক্ষে প্রবল মারপিট। অধিকাংশের হাতে ছিল ধারালো হাঁসুয়া। পড়তে থাকে কোপ। আহত হন ৪ জন। এদিকে হাঁসুয়ার কোপে ২ জনের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk