State

এলোপাথাড়ি গুলি চালিয়ে মত্ত দুষ্কৃতিকে ছাড়িয়ে নিয়ে গেল তার সঙ্গীরা

Published by
News Desk

গুলি চালিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়া দুষ্কৃতিকে ছাড়িয়ে নিয়ে পালাল তার সঙ্গীসাথীরা। সরস্বতী পুজোর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরের সুন্দরপুরে।

স্থানীয়দের দাবি, তখন অনেক রাত। আচমকাই স্থানীয় অনুপ রায় নামে এক ব্যক্তির সঙ্গে বাইকে করে আসা ২ মত্ত যুবকের বচসা হয়। কিছুক্ষণ বচসা চলার পর ওই ২ যুবক অনুপবাবুকে রাস্তায় ফেলে মারতে শুরু করে। অনুপবাবুর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। ধরে ফেলা হয় এক মত্ত যুবককেও। কিন্তু অন্যজন পালাতে সক্ষম হয়। কিছুক্ষণ পর সেখানে ১৫-১৬ জন সঙ্গীকে নিয়ে হাজির হয় পালিয়ে যাওয়া ওই যুবক। অভিযোগ ওই যুবকরা গ্রামে ঢুকেই তাণ্ডব শুরু করে। এদের মধ্যে ৬-৭ জনের হাতে বন্দুক ছিল। বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। গুলি চলতে শুরু করলে আতঙ্কে গ্রামবাসীরা যে যার বাড়িতে আশ্রয় নেন। সেই সুযোগে গ্রামবাসীদের হাতে ধরা পড়া তাদের সঙ্গীকে নিয়ে এলাকা ছাড়ে তাণ্ডবকারীরা।

এই ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। আটক করা হয়েছে ১ গ্রামবাসীকেও। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Share
Published by
News Desk