State

ফের শুরু হল বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ

Published by
News Desk

শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শিল্পই করতে হবে। এই দাবিতে গত সোমবার বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ স্তব্ধ করে দিয়েছিলেন শিবপুর মৌজার কৃষকরা। ভাঙচুর থেকে অগ্নিসংযোগ কিছুই বাদ ছিলনা। তাণ্ডবের জেরে সোমবার কাজ বন্ধ থাকলেও মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয়েছে কাজ। পুলিশ দিয়ে ঘিরেই কাজ হচ্ছে। যদিও কৃষকরা তাঁদের দাবি থেকে সরতে নারাজ। প্রতিবাদে এদিন এলাকায় মিছিলও করেন তাঁরা। তবে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। প্রচুর পরিমাণে পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে। কৃষকদের সাফ দাবি, বাম আমলে এই জমি শিল্প তালুক করার জন্য তাঁদের কাছে থেকে অধিগ্রহণ করা হয়েছিল। সেই জমিতে পরে আবাসন গড়ার কাজ শুরু করতে গেলে তৃণমূলের নেতৃত্বে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে বাম সরকার। পরে তৃণমূল ক্ষমতায় আসার পর এবার সেই জমিতে তারাই শিল্পতালুক না তৈরি করে বিশ্ববিদ্যালয় তৈরি করছে। এটা মানতে নারাজ কৃষকরা। তাঁদের দাবি, ওই জমিতে শিল্পতালুক হলে তাঁরা মেনে নেবেন। অন্যথা নয়।

 

Share
Published by
News Desk