State

বোলপুরে বুমেরাং শিল্পতালুকের দাবি!

Published by
News Desk

শিল্পতালুকের জন্য অধিগৃহীত জমিতে শিল্পতালুকই গড়তে হবে। অন্য কোনও কিছু গড়া তাঁরা মেনে নেবেননা। এদিন বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প এলাকায় তাণ্ডব চালিয়ে এমনই দাবি সামনে আনলেন স্থানীয় কৃষকরা। সোমবার সকালে প্রকল্প এলাকার ভিতরে ঢুকে পাঁচিল ভেঙে দেন শিবপুর মৌজার কৃষকরা। ভাঙচুর করা হয় নির্মাণ সামগ্রী। টায়ারে আগুন জ্বালিয়ে প্রকল্প এলাকার মধ্যে প্রতিবাদ দেখাতে থাকেন তাঁরা। প্রসঙ্গত এই জমি শিল্পতালুক করার জন্য বাম আমলে অধিগৃহীত হয়েছিল। কিন্তু পরে সেই ভাবনা থেকে সরে এসে বাম সরকার সেখানে আবাসন গড়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে সেসময়ে বিরোধী আসনে থাকা তৃণমূল গ্রামবাসীদের নিয়ে বিক্ষোভে সামিল হয়। পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেসময়ে স্থানীয় কৃষকদের নিয়ে বড়সড় আন্দোলন গড়ে ওঠে। দাবি ছিল অধিগৃহীত জমিতে আবাসন নয়, শিল্পতালুকই গড়তে হবে। তাঁদের গড়া সেই আন্দোলন এবার বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়তে গিয়ে বুমেরাং হয়ে গেল।

 

Share
Published by
News Desk

Recent Posts