State

গ্রামে পুলিশ ঢুকবে না, জানিয়ে দিলেন ভাঙড়ের গ্রামবাসীরা

Published by
News Desk

ভাঙড়ে শান্তি আর অশান্তি লুকোচুরি খেলে বেড়াচ্ছে। শুক্রবার অবরোধ আন্দোলন তুলে নেওয়ার পর শনিবার সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছিল ভাঙড়। দোকানপাট খুলছিল। কৃষকরা মাঠে চাষ করতে বেরিয়েছিলেন। স্কুলে ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছিল। এককথায় যে যাঁর কাজ করে স্বাভাবিক জীবনে ফিরছিলেন। বেলার দিকে ভাঙড়ের মাছিভাঙা গ্রামে পুলিশ মাইকিং করতে করতে রুটমার্চ করে ঢুকতে গেলেই ফের বিপত্তি। সূত্রের খবর, গ্রামবাসীরা ঘিরে ধরেন তাঁদের। গ্রামে পুলিশ ঢুকবে না বলে সাফ জানিয়ে দেন। পুলিশ এভাবে ঢোকার চেষ্টা করলে ফের রাস্তা কেটে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়। অগত্যা পিছু হঠতে বাদ্য হয় পুলিশ। গ্রামে তৈরি হয় চাপা উত্তেজনা।

 

Share
Published by
News Desk

Recent Posts