State

লাস্ট লোকালে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, বাধা দিলে ট্রেন থেকে ধাক্কা

Published by
News Desk

রাত অনেক হয়েছে। লাস্ট লোকালে বাড়ি ফিরছিলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাসিন্দা এক মহিলা। শীতের রাত। তারওপর লাস্ট ট্রেন। ফলে কামরা বেশ ফাঁকা। সূত্রের খবর, মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় মোটামুটি একাই ছিলেন ওই মহিলা। অভিযোগ সেইসময়ে কয়েকজন যুবক তাঁকে কুপ্রস্তাব দেয়। শ্লীলতাহানিরও চেষ্টা করে। ওই মহিলা আপ্রাণ বাধা দেওয়ার চেষ্টা করলে একসময়ে হাড়োয়ার কাছে তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এক যুবক। রক্তাক্ত অবস্থায় রেল লাইনের ধারে পাণ্ডববর্জিত ধানক্ষেতে সারারাত পড়েছিলেন ওই মহিলা। ভোরে মাঠে কাজ করতে যাওয়ার সময় এক কৃষকের নজরে পড়েন তিনি। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাড়োয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। পরে সেখান থেকে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে পাঠান হয়। এদিকে এই ঘটনায় ফের রেলে যাত্রী বিশেষত মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ল।

 

Share
Published by
News Desk