Categories: State

মেয়েকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ মা

Published by
News Desk

মেয়েকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন মা। আঘাত লেগেছে বাবারও। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের পিয়ালী এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে দুই দুষ্কৃতী। তাদের মুখে মুখোশ ছিল। প্রথমে তারা বাথরুমে লুকিয়ে থাকে। পরে সেখান থেকে বেরিয়ে ওই বাড়ির বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। বাধা দিতে গেলে মাকে গুলি করে দুষ্কৃতীরা। বাবাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পিছনে ত্রিকোণ প্রেমের সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ভোজালি উদ্ধার হয়েছে। অন্য দুষ্কৃতীর খোঁজে তল্লাশলি শুরু হয়েছে।

Share
Published by
News Desk