State

চাপা ক্ষোভের মধ্যেও ক্রমশ স্বাভাবিক হচ্ছে ভাঙড়

Published by
News Desk

বুধবার রাতে ভাঙড়ের বেশ কিছু গ্রামে ঢুকে গ্রামবাসীদের হুমকি দেওয়া হয়েছে। বাইক বাহিনী এসে প্রতিটি বাড়িতে কড়া নাড়া দেয়। গ্রামবাসীদের আন্দোলন থেকে সরে আসার জন্য চাপ দেওয়া হয়। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন ভাঙড়ের বেশ কয়েকজন বাসিন্দা। এদিকে পাওয়ার গ্রিড বন্ধকে কেন্দ্র করে ভাঙড়ে উত্তেজনার পারদ কিছুটা প্রশমিত হলেও রাস্তা আটকে প্রতিবাদ চলছিল। বুধবার রাতেও গাছের মোটা মোটা গুঁড়ি ফেলে বা ইটের পাঁচিল তুলে রাস্তা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। যদিও তা বৃহস্পতিবার সরিয়ে দেয় পুলিশ। আপাতত এলাকায় ‌যানচলাচল শুরু হলেও অবস্থা থমথমে।

 

Share
Published by
News Desk