Categories: State

ইউনিফর্ম না পরায় ছাত্রকে বেদম প্রহার

Published by
News Desk

স্কুলের পোশাক না পরে অন্য পোশাকে স্কুলে আসায় এক ছাত্রকে বেদম প্রহারের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ মারের চোটে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলে।

অভিযোগ এদিন সকালে স্কুল ইউনিফর্ম না পরে স্কুলে আসে ষষ্ঠ শ্রেণির ছাত্র জাহাঙ্গীর নস্কর। মঙ্গলবারই স্কুলে নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ইউনিফর্ম পরে না আসায় তাকে বেদম প্রহার করেন এক শিক্ষক বলে অভিযোগ।

জাহাঙ্গীরের বাড়ির লোকের দাবি, ইউনিফর্ম হাতে পেলেও তা ছেঁড়া ছিল। ফলে তা গায়ে দিয়ে স্কুলে যাওয়া সম্ভব ছিলনা। এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, ছাত্রটি আগে থেকেই অসুস্থ ছিল।

Share
Published by
News Desk