State

শ্রীনু হত্যায় গ্রেফতার ফ্রান্সিস, নেপথ্যে আরও বড় মাথা?

Published by
News Desk

খড়গপুরের মাফিয়া ডন শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে গত শুক্রবার ৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার গ্রেফতার হল আরও ১ জন। জন ফ্রান্সিসকে গ্রেফতার করল পুলিশ। সুদের কারবারি হিসাবে পরিচিত ফ্রান্সিসের বাড়িতেই শ্রীনুকে খুনের ছক কষার চূড়ান্ত বৈঠক হয়েছিল বলে গত শুক্রবারই জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। তিনি আরও জানিয়েছিলেন, শ্রীনুকে হত্যার পিছনে একজন বড় মাথা রয়েছে। তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি। এদিন ফ্রান্সিসকে গ্রেফতারের পর নাকি সেই মাথার নাম পরিস্কার হতে শুরু করেছে পুলিশে‌র কাছে। গ্রেফতার হওয়া ফ্রান্সিসকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। এই ৪ দিনে ফ্রান্সিসকে জেরা করে আরও অনেক তথ্য মিলতে পারে বলেই মনে করছে পুলিশ।

 

Share
Published by
News Desk