State

কেন্দুলির পথে মর্মান্তিক দুর্ঘটনা

Published by
News Desk

মকরসংক্রান্তির পুণ্যস্নান চলে টানা একদিন। সেইমত শনিবার দুপুরে বোলপুর থেকে পুণ্যার্থী বোঝাই একটি বাস আসছিল জয়দেব কেন্দুলির মেলা প্রাঙ্গণে। বাসটি ইলামবাজারের কাছে এসে বেপরোয়াভাবে ঢুকে পড়ে এখানকার ট্যাক্সি স্ট্যান্ডে। পরপর কয়েকটি ট্যাক্সিতে ধাক্কা মারে বাসটি। ততক্ষণে বাসের চাকায় জড়িয়ে পিষে গেছেন আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন। ঘটনাটি এতটাই আচমকা ঘটে যে কেউ সরার পর্যন্ত সময় পাননি।

স্থানীয়দের দাবি মোট ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাস চালকের প্রাথমিক দাবি, বাসটি ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারায়। আর তার জেরেই দুর্ঘটনা। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে ইলামবাজারে উত্তেজনা ছড়ায়। মানুষজন কিছুক্ষণ পথ অবরোধ করেন।

Share
Published by
News Desk