State

সম্পত্তির লোভে ছেলেকে খুন!

Published by
News Desk

হুগলি স্টেশনের ধারের ঝোপজঙ্গল থেকে উদ্ধার হল এক কিশোরের রক্তাক্ত দেহ। তার মাথা থেঁতলে গিয়েছিল। স্থানীয় লোকজনের দাবি, ষষ্ঠ শ্রেণির ছাত্র সৌম্যজিৎ তাঁতিকে খুন করা হয়েছে। আর খুন করেছে তার মা ও সৎ বাবা। স্থানীয় মানুষের আরও অভিযোগ, ওই ছাত্রটিকে প্রায়ই মারধর করা হত। তাকে বেচে দেওয়ারও চেষ্টা করে মা ও সৎ বাবা। পুলিশ অভিযুক্ত সৎ বাবা ও মাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, মৃত কিশোরের মায়ের দাবি, ওর সৎ বাবাই তাঁর ছেলেকে খুন করেছে। কারণ মায়ের যাবতীয় সম্পত্তির নমিনি ছিল ওই কিশোর। তাই তাকে সরিয়ে সম্পত্তি হাতাতে চাইছিল সৎ বাবা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Share
Published by
News Desk