State

হাওড়া ফেরিঘাটে ধুন্ধুমার

Published by
News Desk

হাওড়া ফেরিঘাট। অন্যান্য দিনের মতই শুক্রবার সকালে ফেরিঘাটে ব্যস্ততা ছিল তুঙ্গে। সেই সময়ে আহিরীটোলা থেকে হাওড়া আসা একটি লঞ্চের যাত্রীদের কাছ থেকে টিকিট পরীক্ষা করছিলেন ফেরিঘাটের কর্মীরা। অভিযোগ এসময়ে কয়েকজন যুবক টিকিট দেখাতে পারেননি। ফলে নিয়ম মেনে তাঁদের ফাইন করেন ফেরিঘাটের টিকিট পরীক্ষকরা। অভিযোগ সেই ফাইন দেওয়া দূরে থাক আরও কয়েকজন যুবককে ডেকে ফেরিঘাটের কর্মীদের ওপরই চড়াও হন যুবকরা। পাল্টা ফেরিঘাটের কর্মীরাও তাঁদের মারেন বলে অভিযোগ। শুরু হয় হাতাহাতি। সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছয় যে ফেরিঘাটের কয়েকজন কর্মী ও কয়েকজন যুবককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গোটা ঘটনায় কেউ গ্রেফতার না হলেও পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

 

Share
Published by
News Desk