State

শুঁড়ে পেঁচিয়ে পিষে দিল দাঁতাল

Published by
News Desk

দাঁতাল হাতির তাণ্ডবে মৃত্যু হল এক ব্যক্তির। তাঁকে প্রথমে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। তারপর পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আসমাসুলি গ্রামে।

এদিন সকালে সাইকেলে চেপে কর্মস্থলে যাচ্ছিলেন মধ্যবয়সী মন্মথ কোলে। গ্রামে তখন দাপিয়ে বেড়াচ্ছিল ৪টি দাঁতাল হাতি। এরমধ্যে একটি হাতির নজরে পড়েন মন্মথ। তাঁকে ধাওয়া করে শুঁড়ে পেঁচিয়ে নেয় দাঁতালটি। অভিযোগ এভাবে গ্রামে গ্রামে দাঁতাল ঘুরে বেড়ালেও উপযুক্ত ব্যবস্থা নেয়নি বন দফতর। এদিকে দাঁতালের হানায় মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক রয়েছে।

Share
Published by
News Desk