State

দুর্গাপুরে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার

Published by
News Desk

দুর্গাপুরে উদ্ধার হল কলসেন্টার কর্মীর ঝুলন্ত দেহ। বছর ৩০-এর ওই মহিলা ভুবনেশ্বরের বাসিন্দা। কর্মসূত্রে দুর্গাপুরে গত ৩ বছর ধরে আছেন। এখানে একটি ভাড়া বাড়িতে থাকতেন আকাঙ্খা রাউত নামে ওই মহিলা। সেখানে থেকেই অফিস করতেন। এদিন তাঁর বাড়িতে দেখা করতে আসেন তাঁর এক বান্ধবী। কিন্তু দরজায় বারবার টোকা দিয়েও আকাঙ্ক্ষা দরজা না খোলায় সন্দেহ হয় তাঁর। বাড়িওয়ালাকে ডাকেন তিনি। বাড়িওয়ালা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সিলিং থেকে ঝুলছে আকাঙ্খা রাউতের নিথর দেহ। তারপরই মৃতার বাড়িতে খবর দেওয়া হয়। বাড়ি থেকে সকলে দুর্গাপুরে হাজির হন। তবে আকাঙ্ক্ষার সঙ্গে কারও কোনও সম্পর্ক ছিল বা তা নিয়ে জটিলতা ছিলনা বলেই জানিয়েছে তাঁর পরিবার। এমনকি অন্য কোনও বিষয় নিয়েও তিনি চিন্তায় ছিলেন বলে তাঁদের কারও মনে হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আকাঙ্ক্ষার ঘর থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Share
Published by
News Desk