State

মঙ্গলকোটে উদ্ধার এক পরিবারের ৩ সদস্যের দেহ

Published by
News Desk

বর্ধমানের মঙ্গলকোটে বাড়ি থেকে মিলল পরিবারের ৩ সদস্যের দেহ। শুক্রবার সকালে দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একই পরিবারের ৩ সদস্য বাবা সুজনবরণ নাগ, মা মনিমালা নাগ ও মেয়ে সুদর্শনা নাগের দেহ উদ্ধার হয়েছে। সুজনবাবু দেহ সিলিং থেকে ঝুলছিল। নিচে পড়েছিল মা ও মেয়ের নিথর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রী ও মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন সুজনবাবু। আগামী জানুয়ারিতেই সুদর্শনার বিয়ের ঠিক হয়েছিল। কিন্তু কিছুদিন আগে তাঁর সেই সম্বন্ধ ভেঙে যায়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল গোটা পরিবার। সেই অবসাদ থেকেই আত্মহত্যা নাকি এই রহস্যমৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Share
Published by
News Desk