State

মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জানায় খুন যুবক

Published by
News Desk

মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি ছেলে। প্রতিবাদ করেছিলেন। যার সঙ্গে সম্পর্ক সেই ব্যক্তির বাড়িতে গিয়ে নিজের প্রতিবাদও জানিয়েছিলেন। অভিযোগ তার জেরেই প্রাণ খোয়াতে হল এক তরতাজা যুবককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাদোয়ানি গ্রামে। শঙ্কর দাসের বাবা মারা গেছেন অনেকদিন হল। কিছুদিন আগে থেকে মা আরতি দাসের সঙ্গে প্রতিবেশি কৃষ্ণপদ দাসের একটা সম্পর্ক গড়ে ওঠে। ক্রমশ গভীর হয় সম্পর্ক। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে কথাবার্তাও হত। এই সম্পর্ক মেনে নিতে না পেরে কৃষ্ণপদ দাসের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান শঙ্কর। অভিযোগ তখনই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। অভিযুক্ত কৃষ্ণপদ দাস সহ ৩ অভিযুক্ত পলাতক। আরতি দাসকে আটক করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk

Recent Posts