Categories: State

মাদকসহ গ্রেফতার তৃণমূল নেতা

Published by
News Desk

মাদকসহ গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। তাঁর কাছ থেকে ৩ কেজি মাদক উদ্ধার হয়েছে বলে দাবি করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। এখানকার ৩ নং ব্লকের তৃণমূল নেতা সুবোধ প্রামাণিককে মাদক সহ গ্রেফতার করে এনসিবি আধিকারিকরা। সুবোধ প্রামাণিকের বিরুদ্ধে বেআইনি পোস্ত চাষের অভিযোগ রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খুঁজে দেখার চেষ্টা করছেন এনসিবি আধিকারিকরা। এদিকে ভোটের মুখে তৃণমূল নেতার গ্রেফতারি জেলায় বিরোধীদের কিছুটা সুবিধা করে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk