State

সোশ্যাল মিডিয়ার বন্ধুর ডাকে সাড়া ডেকে আনল দুঃসময়

Published by
News Desk

আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই থেকেই বন্ধুত্ব। যা ক্রমশ সোশ্যাল মিডিয়া মারফতই প্রগাঢ় হয়ে ওঠে। কিন্তু কেউ কাউকে সামনা সামনি দেখেনি। তাই পুরুষ বন্ধুটির দেখা করার ডাকে না করেনি সল্টলেকের ওই ছাত্রী। দেখা করেন। ওই ছাত্রীর সঙ্গে যে গাড়িতে সোশ্যাল মিডিয়ার বন্ধু দেখা করতে আসে সেই গাড়িতে তার আরও এক বন্ধু বসে ছিল। খুব সহজভাবেই গাড়িতে উঠে আসতে বলা হয় ওই ছাত্রীকে। গাড়ি যায় জগদ্দলে। অভিযোগ সেখানেই দুই বন্ধু মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

 

Share
Published by
News Desk