State

৩২ দিন পর উদ্ধার ছাত্রীর গলাপচা দেহ

Published by
News Desk

কার্শিয়ং থেকে উদ্ধার হল অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলাপচা দেহ। কার্শিয়ঙয়ের একটি ঝর্ণার ধারের জঙ্গল থেকে দেহটি উদ্ধার হয়। গত ৩২ দিন ধরে নিখোঁজ ছিল ওই ছাত্রী। যখন সে নিখোঁজ হয় তখন তল্লাশি চালাতে গিয়ে তার পরনের জামাকাপড় এই ঝর্ণার ধার থেকেই উদ্ধার করে পুলিশ। কিন্তু ছাত্রীর কোনও খোঁজ ছিল না। এতদিন পর অবশেষে মিলল তার দেহ। মৃত্যুর সঠিক কারণ না জানা গেলেও পুলিশের প্রাথমিক অনুমান ওই ছাত্রীটিকে ধর্ষণ করে হত্যা করা হয়ে থাকতে পারে। দেহটি ময়না তদন্তে পাঠান হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।

 

Share
Published by
News Desk