State

নোট বাতিলের জের, এসবিআইতে ভাঙচুর

Published by
News Desk

নোট বাতিলকে কেন্দ্র করে ধিকিধিকি জ্বলা আগুন এদিন ধৈর্যের বাঁধ ভাঙল। মালদহের রতুয়ায় বৃহস্পতিবার সকালে একটি এসবিআইয়ের শাখায় ভাঙচুর চালালেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, এসবিআইয়ের এই শাখা থেকে দিনের পর দিন ১ হাজার টাকা করে দেওয়া হচ্ছিল। গ্রাহকরা তার বেশি চাইলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এতে গ্রাহকদের মধ্যে ক্রমশ ক্ষোভের পারদ চড়ছিল। এদিন সেই ক্ষোভই উগরে দিলেন তাঁরা। সকালে ব্যাঙ্ক খোলার পর সেখানে ভাঙচুর শুরু হয়। আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় ব্যাঙ্কের সামনের কোলাপসিবল গেট। তাতেও ক্ষুব্ধ জনতাকে নিরস্ত করা যায়নি। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

 

Share
Published by
News Desk

Recent Posts