State

কল্যাণীর ছাত্রী খুনে গ্রেফতার স্বামী

Published by
News Desk

কল্যাণীর আইনের ছাত্রী খুনের একদিনের মধ্যেই খুনিকে গ্রেফতার করল পুলিশ। আটকটা গতকালই করা হয়েছিল। রাতভর জিজ্ঞাসাবাদে খুনের কথা কবুল করায় তাকে গ্রেফতার করে পুলিশ। খুনি আর কেউই নয়, মৌমিতা বিশ্বাসের স্বামী নিখিল দাস। নিজে মুখেই পুলিশের কাছে সেকথা স্বীকার করেছে সে। সূত্রের খবর, টানা জেরার মুখে একসময়ে ভেঙে পড়ে নিখিল। জেরায় নিখিল জানিয়েছে, গত বৃহস্পতিবার কথা বলার জন্য স্ত্রীকে ডেকে পাঠায় সে। তারপর কথা বলত বলতে একসময়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি নির্জন জায়গায় চলে আসে। সেখানেই মৌমিতার বাঁ বুকে ও মাথায় গুলি করে সে। যদিও পুলিশের একটা খটকা এখনও রয়ে গেছে। যেভাবে মৌমিতাকে দুটি গুলি করা হয়েছে তা পেশাদার খুনি ছাড়া সম্ভব নয় বলেই তাদের ধারণা। যদিও জেরায় নিখিল অন্য কারও যুক্ত থাকার কথা স্বীকার করেনি।

 

Share
Published by
News Desk