Categories: State

উদ্ধার ৩৬টি তাজা বোমা

Published by
News Desk

ভোটের আগে ফের উদ্ধার হল তাজা বোমা। বর্ধমানের আউশগ্রাম থেকে বোমাগুলি উদ্ধার করে যোথ বাহিনী। তল্লাশি চালানোর সময় বোমাগুইলর নাগাল পায় তারা। তখনই সেগুলি উদ্ধার করে বাহিনী। মোট ৩৬টি বোমা উদ্ধার হয়েছে বলে জানান হয়েছে।

বোমাগুলি একটি সাদা বস্তায় মোড়া ছিল। জমিতেও তাজা বোমা পড়ে থাকেত দেখা যায়। ভোটের আগে গণ্ডগোল পাকাতেই এই বোমা বানানো হচ্ছিল বলে মনে করছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। বোমার খোঁজে আসপাশের এলাকাতেও তল্লাশি শুরু হয়েছে।

Share
Published by
News Desk