State

আইএসআই এজেন্ট সন্দেহে গ্রেফতার ১

Published by
News Desk

শিলিগুড়ির পানিট্যাঙ্কি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রণবিজয় সিং। তার কাছ থেকে প্রচুর নেপালের ও ভারতের সিম কার্ড উদ্ধার হয়েছে। এছাড়া ৪টি ল্যাপটপ, ৩টি ভোটার কার্ড ও বেশ কয়েকটি এটিএম কার্ড উদ্ধার করেছে দুর্নীতি দমন শাখার পুলিশ। পুলিশ সূত্রের খবর, রণবিজয় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ২০১৫ সাল থেকে সে শিলিগুড়ির প্রধাননগরে ভাড়া বাড়িতে থাকা শুরু করে। এর আগে সে কাতার ও ওমানেও বেশ কিছুদিন কাটিয়েছে। পুলিশের ধারণা রণবিজয়ের সঙ্গে আইএসআইয়ের যোগ থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

Share
Published by
News Desk