State

প্রেম প্রত্যাখ্যান, ‘শাস্তি’ দিয়ে ছাত্রীকে কোপ প্রেমিকের

Published by
News Desk

অন্যান্য দিনের মতই কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল ছাত্রীটি। মন দিয়ে পড়া শুনছিল। এমন সময় আচমকাই সেন্টারে ঢুকে পড়ে এক যুবক। তারপর কাউকে কিছু বুঝতে না দিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই ছাত্রীর ওপর। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে ছাত্রীর দেহে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই ছাত্রী। এবার থামে ওই যুবক। তারপর পালানোর চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় মানুষজন। মারধরের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমকে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহরে। ছাত্রীর পরিবারের অভিযোগ, গত ৩ বছর ধরে তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করছিল ওই যুবক। কিন্তু মেয়েটি তার প্রেমে সাড়া দেয়নি। সেখান থেকেই রাগে সম্ভবত ওই যুবক মেয়েটিকে হত্যা করার চেষ্টা করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Share
Published by
News Desk