State

হৃদরোগে আক্রান্ত বৃদ্ধকে বাঁচাতে লাইন ছাড়লেন না কেউ!

Published by
News Desk

শুক্রবারের পার শনিবারও টাকা তুলতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। কল্লোল রায়চৌধুরী নামে ওই বৃদ্ধ এদিন সকালে ব্যান্ডেলের একটি এসবিআই এটিএমে টাকা তোলার জন্য লাইনে দাঁড়ান। কিন্তু কিছুক্ষণ পর আচমকাই পড়ে যান। কিন্তু হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেও লাইনে দাঁড়ানো কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। প্রায় আধঘণ্টা ধরে এটিএমের বাইরে পড়ে থাকেন ওই বৃদ্ধ। কিন্তু পাছে লাইন চলে যায় সেই আতঙ্কে এক চূড়ান্ত অমানবিকতার সাক্ষর রাখলেন লাইনে দাঁড়ানো মানুষজন। বৃদ্ধকে বাঁচাতে কেউ লাইন থেকে নড়েনওনি! আধঘণ্টা পর স্থানীয় লোকজনই ওই বৃদ্ধকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তাঁকে ফেলে না রেখে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো বা বাঁচানো যেত বলেই মনে করছেন অনেকে।

 

Share
Published by
News Desk