State

পালসিট ও ডানকুনি টোল প্লাজায় সেনা, ক্ষুব্ধ মমতা

Published by
News Desk

রাজ্য ভয়াবহ কালো দিনের মুখোমুখি, জরুরি অবস্থায় এভাবে সেনা নামত, রাজ্যকে কিছু না জানিয়ে এভাবে সেনা নামিয়ে কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে। বৃহস্পতিবার পালসিট ও ডানকুনি টোল প্লাজায় সেনা মোতায়েনকে কেন্দ্র করে এই ভাষায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পালসিট ও ডানকুনি টোল প্লাজায় সেনা মোতায়েন দেখে অনেকেই অবাক হন। সেনাকে টোল প্লাজায় চেয়ার নিয়ে বসে থাকতে দেখে অনেকে আতঙ্কিতও হন। যদিও সেনার তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে, সেনা মোতায়েন নিয়ে চিন্তা বা উদ্বেগের কিছুই নেই। বছরে ২ বার এভাবেই দেশ জুড়ে বিভিন্ন টোলপ্লাজায় সেনা মোতায়েন করে দেখার চেষ্টা হয় আপৎকালীন পরিস্থিতিতে রাস্তায় কতগুলি পণ্যবাহী গাড়ি পাওয়া যেতে পারে। সেটা দেখতেই পালসিট ও ডানকুনি টোল প্লাজায় সেনা মোতায়েন।

 

Share
Published by
News Desk

Recent Posts