State

বোলপুরে অচেতন অবস্থায় উদ্ধার শান্তিনিকেতনের ছাত্রী

Published by
News Desk

বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের পিছনের ফাঁকা জমি থেকে উদ্ধার হলেন এক অচৈতন্য তরুণী। শুক্রবার কাকভোরে স্থানীয় এক ব্যক্তির নজরে পড়ে ঘাসের ওপর শুয়ে আছেন এক অল্পবয়সী মেয়ে। পুলিশে খবর দেওয়া হয়। পরে জানা যায় ওই তরুণী শান্তিনিকেতনের ইংরাজি অনার্সের ছাত্রী। কিন্তু বিশ্বভারতীর ক্যাম্পাস থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পড়ে ছিল তাঁর অচৈতন্য দেহ।

পুলিশের অনুমান সারারাত এখানে এভাবেই হয়তো পড়ে ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের দাবি, সেখানে প্রতিদিন মহিলাদের হস্টেলে রাত ৯টায় রোল কল হয়। কাউকে না পাওয়া গেলে পুলিশে জানানো হয়। কিন্তু এদিন ওই ছাত্রীর জায়গায় নকল সই করা ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উঠছে বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

Share
Published by
News Desk