Categories: State

খুনের চেষ্টা রুখে দিলেন শ্রমিকরা

Published by
News Desk

অপহরণ করে খুনের ছক ভেস্তে দিলেন বেশ কয়েকজন শ্রমিক। শুধু রুখে দেওয়াই নয়, দুষ্কৃতীদের পাকড়াও করে বেধড়ক মারধরও করেন তাঁরা। শ্রমিকদের মারে এক দুষ্কৃতীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে জয়গাঁও বহুবাজারে তোর্সা নদীর ধারে।

পুলিশ সূত্রের খবর, নদীর ধারেই কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই তাঁরা দেখেন দূরে নদীর ধারে এক ব্যক্তিকে খুন করার চেষ্টা করছে কয়েকজন। তখনই শ্রমিকরা ছুটে গিয়ে দুষ্কৃতীদের ধরে ফেলে বেদম প্রহার করেন। সেখানেই এক দুষ্কৃতীর মৃত্যু হয়।

Share
Published by
News Desk