State

অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, লজে ডেকে কুপিয়ে খুন স্ত্রীকে

Published by
News Desk

স্ত্রীর সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক আছে। এমন সন্দেহের বশে স্ত্রীকে হাওড়ার গড়চুমুকে একটি লজে ডেকে এনে কুপিয়ে খুন করল স্বামী। ৩২ বার স্ত্রীর দেহে ছুরির কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে সে। পুলিশ সূত্রের খবর, ছুরির এত কোপ থেকে ওই ব্যক্তির আক্রোশও প্রকাশ পেয়েছে। যদিও খুন করে পালাতে পারেনি গৌতম মাহাত নামে বছর ৩২-এর ওই ব্যক্তি। হোটেলের কর্মীরাই তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের কাছে অপরাধ কবুলও করেছে সে। জানিয়েছে শুধু অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক নয়, বছর দেড়েক আগে তাকে বিয়ে করার আগে তার স্ত্রীর একবার বিয়েও হয়েছিল। তার একটি মেয়েও আছে। কিন্তু বিয়ের আগে সেকথা তাকে ঘুণাক্ষরেও জানায়নি তার স্ত্রী অনিতা মাহাত। দক্ষিণেশ্বরের বাসিন্দা গৌতম মাহাত বিয়ের পর কর্মসূত্রে অনিতাকে নিয়ে দিল্লি চলে যায়। সেখানেই সবকিছু জানতে পারে সে। তারপর পরিকল্পনা করেই এই লজে উঠে স্ত্রী অনিতাকে সেখানে ডেকে পাঠায় সে। এদিন গৌতম মাহাতকে আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Share
Published by
News Desk