State

টাকার জন্য হাহাকার অব্যাহত, সকাল থেকে ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইন

Published by
News Desk

সোমবার ছিল ছুটি। ফলে ব্যাঙ্ক বন্ধ। দেশ জুড়ে টাকার এমন হাহাকারে ব্যাঙ্ক একদিন বন্ধ মানেও অনেককিছু। তাই মঙ্গলবার সকাল হতে না হতেই ব্যাঙ্কগুলির সামনে লাইন পড়তে শুরু করে। ব্যাঙ্ক খোলার আগেই লাইন সাপের মত চলে যায় ব্যাঙ্কের দরজা পেরিয়ে বহু দূরে। দিনভর সেই লাইন কখনওই কমার নাম নেয়নি। বরং বেড়েছে। অনেক ব্যাঙ্কের বাইরেই ছাওয়া নেই। ফলে ঠায় ঘণ্টার পর ঘণ্টা রোদ মাথায় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বিভিন্ন বয়সের মানুষকে। এদিকে এটিএম বিভ্রাটের চেহারাও মঙ্গলবার কোনও অংশে বদলায়নি। অধিকাংশ এটিএম বন্ধ। যে ক’টিতে টাকা মিলেছে সেখানে বিশাল লাইন। ফলে হয়রানি সপ্তম দিনেও অব্যাহত। কবে যে অবস্থা স্বাভাবিক হবে তাও পরিস্কার নয়।

 

Share
Published by
News Desk