Categories: State

মোতিহারির ডান্স বার থেকে উদ্ধার হাওড়ার তরুণী

Published by
News Desk

খড়গপুরে একটা অনুষ্ঠানে তাঁকে নাচতে দেখেছিল বিহারের বাসিন্দা মোহন পাসোয়ান ও খড়গপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা। উলুবেড়িয়ার ওই অষ্টাদশীর নাচ ভাল লাগায় তাঁকে বিহারের মোতিহারিতে একটি নাচের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বরাত দেয় তারা। মোটা টাকার লোভ সামলাতে পারেননি ওই তরুণী। রাজি হয়ে যান। সেইমত গত ১৪ অগাস্ট মোহন ও প্রিয়াঙ্কা তাঁকে বিহারে নিয়ে যায়।

এদিকে ১৮ অগাস্ট পর্যন্ত মেয়ের কোনও খোঁজা না পেয়ে অগত্যা পুলিশে অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে ওই তরুণীর মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে পুলিশ জানতে পারে তিনি বিহারের মোতিহারিতে রয়েছেন। উলুবেড়িয়া থানার একটি দল মোতিহারি হাজির হয়ে সেখানকার স্থানীয় পুলিশের সহায়তায় তরুণীর খোঁজ শুরু করেন। অবশেষে মোতিহারির একটি ডান্স বার থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত মোহন ও প্রিয়াঙ্কা পলাতক। তরুণীকে ফিরিয়ে এনেছে পুলিশ।

Share
Published by
News Desk