Categories: State

মিতা মৃত্যু রহস্য, জালে শাশুড়ি-দেওর

Published by
News Desk

মিতা মণ্ডল মৃত্যু রহস্যের তদন্ত হাতে পেয়েই তাঁর পলাতক শাশুড়ি ও দেওরকে গ্রেফতার করল সিআইডি। এক সপ্তাহ পুলিশের চোখে ধুলো দিয়ে থাকতে পারলেও সিআইডির চোখে ধুলো দেওয়া যে সহজ নয় তা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বুঝিয়ে দিলেন সিআইডি আধিকারিকরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবারই মিতা হত্যা রহস্যের কিনারা করার দায়িত্ব সিআইডির হাতে সঁপা হয়। সন্ধেয় উলুবেড়িয়ায় হাজির হন সিআইডি আধিকারিকরা। হাতে নেন কেস ফাইল। তারপর রাতেই কোলাঘাট থেকে মিতার দেওরকে গ্রেফতার করে সিআইডি। মঙ্গলবার সকালে উলুবেড়িয়ারই চণ্ডীতলা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিতা মণ্ডলের শাশুড়ি কল্পনা মণ্ডলকে। আদালতে পেশ করা হলে শাশুড়িতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে দেওরকে ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Share
Published by
News Desk