অভিযোগ, তারপরই সে ধরে নেয় সেগুলি তার খালাশিই চুরি করেছে। ওই খালাশির অভিযোগ তাকে গরম লোহার রড সহ হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই মারধর করে চালক। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্বারিগেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পুলিশ। ঘটনায় এখনও লরির চালককে ধরতে পারেনি পুলিশ।