Categories: State

খালাশির ওপর পাশবিক অত্যাচার

Published by
News Desk

চুরি যে করেছেই তার কোনও প্রমাণ নেই। নিছক সন্দেহের বশেই লরির খালাশিকে বেধড়ক মারধর করল চালক। ঘটনাটি ঘটেছে পশ্চম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে। বীরভূম থেকে পাথর বোঝাই লরিটি চন্দ্রকোণা রোডে এক জায়গায় দাঁড়িয়েছিল। তখনই লরির কয়েকটি যন্ত্র নেই বলে দেখে চালক।

অভিযোগ, তারপরই সে ধরে নেয় সেগুলি তার খালাশিই চুরি করেছে। ওই খালাশির অভিযোগ তাকে গরম লোহার রড সহ হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই মারধর করে চালক। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্বারিগেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পুলিশ। ঘটনায় এখনও লরির চালককে ধরতে পারেনি পুলিশ।

Share
Published by
News Desk