Categories: State

পুজোর মুখে বেকার ১৮০০

Published by
News Desk

সামনেই দুর্গাপুজো। পুজোয় বোনাস পুরনো রীতি। সেই বোনাসের অঙ্ক এবার কিছুটা বাড়াতে মালিকপক্ষের ওপর চাপ দেওয়া শুরু করেছিলেন তাঁরা। আর তা নিয়েই গত কয়েকদিনে শ্রমিক-মালিক ঝগড়া চরমে ওঠে। সেই ঝগড়ার জেরে রবিবার বাগান বন্ধ করে দিলেন মালিকপক্ষ। এদিন সকালে নাগরাকাটার নয়াশলী চা-বাগানের কর্মীরা কাজ করতে গিয়ে শোনেন বাগান বন্ধ। কাজ নেই। পুজোর মুখে ১৮০০ কর্মী এভাবে বেকার হয়ে পড়ায় এদিন ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। যদিও এখনও বাগান খোলা নিয়ে কোনও সবুজ সংকেত মালিকপক্ষের তরফে পাওয়া যায়নি।

Share
Published by
News Desk