Categories: State

বাজি যখন ভয়ংকর!

Published by
News Desk

বিকট শব্দ। তারপরই দাউদাউ করে জ্বলে উঠল পাঁচিল ঘেরা গোটা কারখানা। আগুনের লেলিহান শিখার সঙ্গে শুরু হল বাজি পোড়া। ফাটতে শুরু করল শব্দবাজি। আগুনে যেন ঘৃতাহুতি দিল নির্বিচারে ফেটে চলা আতসবাজি। ভয়ে আশপাশ থেকে উঠল কান্নার রোল। আতঙ্কের আর্তনাদ গোটা পরিবেশকে আরও ভয়ংকর করে তুলল। এটাই ছিল মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ সোনারপুরের গোবিন্দপুর এলাকার ছবি। এখানেই একটি বাজি কারখানায় এদিন আচমকাই আগুন লেগে যায়। কারখানায় তখন মজুত ছিল প্রচুর বাজির মশলা ও তৈরি করা বাজির স্তূপ। ফলে আগুন ছড়াতে মুহুর্ত সময় নেয়নি। আগুনে গোটা কারখানাই ভস্মীভূত হয়ে গেছে। দমকলের ৩টি ইঞ্জিন প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

Share
Published by
News Desk