Categories: State

ফারাক্কায় বন্ধ বিদ্যুৎ উৎপাদন

Published by
News Desk

জলের অভাবে বন্ধ হয়ে গেল ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের সিংহভাগ উৎপাদন। সূত্রের খবর, ফারাক্কার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২১ হাজার মেগাওয়াট। ‌যারমধ্যে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫টি ইউনিট বন্ধ রয়েছে। বাকি ‌যে ১টি ইউনিটে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় সেই ইউনিটটিও পুরোদমে উৎপাদন চালাতে পারছে না। ফিডার ক্যানালের জল অনেকটাই কমে ‌যাওয়ায় বাধ্য হয়েই তাদের উৎপাদন বন্ধ রাখতে হয়েছে বলে ফারাক্কা বিদ্যুৎ উপাদন কেন্দ্রের তরফে জানান হয়েছে।

এদিকে ফারাক্কা মুখ থবড়ে পড়ায় শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশি রাজ্যগুলিতে বিদ্যুৎ সরবরাহও সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।

Share
Published by
News Desk