Categories: State

সিঙ্গুরে জমি জরিপ, প্লটিং ও ক্ষতিপূরণের কাজ তুঙ্গে

Published by
News Desk

যুদ্ধকালীন তৎপরতায় এগোচ্ছে সিঙ্গুরে জমি জরিপের কাজ। সোমবার প্লটিংয়ের কাজও হয়েছে। আগাছা সাফ করে জমির মাপজোকে এতটুকু খামতি দিচ্ছেন না আধিকারিকরা। ইতিমধ্যেই জমি জরিপের কাজ খতিয়ে দেখে এসেছেন রাজ্যের ২ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। এদিকে জমি জরিপের পাশাপাশি শুরু হয়েছে বকেয়া ক্ষতিপূরণ দিতে আবেদনপত্র দেওয়ার কাজ। তবে আবেদনপত্র দেওয়া নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয় এদিন। তবে তা বিশেষ গুরুত্বপূর্ণ ছিলনা। সুপ্রিম কোর্টের নির্দেশ ও মুখ্যমন্ত্রীর আশ্বাসকে বাস্তবায়িত করতে জমি ফেরত ও ক্ষতিপূরণ যাতে ঠিকঠাক দেওয়া হয় সেদিকে কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।

Share
Published by
News Desk