Categories: State

সিঙ্গুরে জমি জরিপের কাজ ঘুরে দেখলেন পার্থ

Published by
News Desk

সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হয়েছিল গত শুক্রবার থেকেই। রাজ্য জুড়ে ঢাক-ঢোল, কাঁসর, ঘণ্টা, আবীরে পালিত হয়েছিল সিঙ্গুর দিবস। এদিন সেই জমি জরিপের ছিল দ্বিতীয় দিন। শনিবার সিঙ্গুরে জরিপের কাজ কেমন হচ্ছে তা দেখতে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দু’এক দিনের মধ্যেই এখানে প্লটিং-এর কাজও শুরু হয়ে যাবে বলেই খবর। এদিকে জমি জরিপ চলাকালীন সিপিএম কাজ ভণ্ডুলের একটা চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কৃষি জমি রক্ষা কমিটি। যদিও তেমন কোনও ইঙ্গিত এখনও কারও চোখে পড়েনি। এদিকে মুখ্যমন্ত্রী রোম থেকে ফেরার পর আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে বিজয় সমাবেশ পালন করবে তৃণমূল। সেই সামবেশস্থলও শনিবার ঘুরে দেখেন পার্থ চট্টোপাধ্যায়।

Share
Published by
News Desk