২ তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। এই ঘটনায় তৃণমূলের তরফে সিপিএম ও কংগ্রেসের দিকে আঙুল তোলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ২ দলের স্থানীয় নেতৃত্ব। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ বাড়ির কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন ইয়াদ আলি ও ওবেদুল শেখ। আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাঁদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওবেদুলের। পরে হাসপাতালে মৃত্যু হয় ইয়াদের। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।