Categories: State

ট্রেনের সজোরে ধাক্কা, মৃত ৩টি হাতি

Published by
News Desk

বাঁকুড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৩টি হাতির। এরমধ্যে ২টি পূর্ণ বয়স্ক ও ১টি হস্তিশাবক। বিষ্ণুপুর ও পিয়েরডোবার মাঝে রাতের অন্ধকারে ট্রেনে কাটা পড়ে হাতিগুলি। ট্রেন লাইন পার করার সময় খড়গপুর-আদ্রা প্যাসেঞ্জার দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে ৫টি হাতির ওই দলকে। এরমধ্যে ২টি হাতি সুরক্ষিত থাকলেও ৩টি হাতির মৃত্যু হয়। বিষয়টি নিয়ে শনিবার বৈঠকে বসে বন দফতর ও রেল কর্তৃপক্ষ।

হস্তি বিশেষজ্ঞেরা জানিয়েছেন, দলমা থেকে এই হাতির পাল খাবারের সন্ধানে এখানে আসে। আগে মরসুমে এলেও এখন সারা বছরই এদের আসা যাওয়া লেগে থাকে। ফলে এদের সুরক্ষার কথা ভেবে বাঁকুড়ায় একটি এলিফ্যান্ট করিডর করারও প্রস্তাব দিয়েছেন তাঁরা। এমনকি হাতিদের বাঁচাতে ট্রেনের গতি কমানোর প্রস্তাবও দিয়েছেন বিশেষজ্ঞেরা। তাঁদের পরামর্শ, হাতির পাল লাইনের ধারে চলে এলেই একটি সংকেত কাছাকাছি থাকা ট্রেন চালক ও স্টেশনগুলিতে পৌঁছনো দরকার। তাতে ট্রেনের চালক প্রয়োজনে ট্রেনের গতি কমিয়েও হাতিদের বাঁচাতে পারেন। ২ বছর আগেও বাঁকুড়ায় ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটেছিল।

Share
Published by
News Desk

Recent Posts