Categories: State

বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, উড়ল শিশুর খুলি

Published by
News Desk

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ। আর তাতেই উড়ে গেল শিশুর মাথার খুলি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের গড্ডাগ্রামে। ঘটনার পর থেকেই উধাও বাড়ির লোকজন। বাড়িতে তালা। স্থানীয় লোকজনের দাবি, ভরতপুরের তৃণমূল নেতার বাড়ির দোতলায় সোমবার দুপুরে বিস্ফোরণটি হয়। ওই নেতার ভাগ্নে দোতলায় খেলা করছিল। সে সময়ে সম্ভবত দড়ি জড়ানো বোমাটিকে বল মনে করে খেলতে যায়। আর তখনই বিস্ফোরণটি ঘটে। বাড়িতে অনেক বোমা মজুত ছিল বলে মনে করছেন তাঁরা। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk