Categories: State

রাতের অন্ধকারে ছিনতাই, প্রতিবাদে অবরুদ্ধ এনএইচ ৩৪

Published by
News Desk

রাতে থাকেনা প্রয়োজনীয় পুলিশি বন্দোবস্ত। ফলে প্রায়শই রাতের অন্ধকারে ফাঁকা জাতীয় সড়কের ওপর ছিনতাইবাজদের শিকার হতে হচ্ছে তাঁদের। খোয়া যাচ্ছে টাকা, মোবাইল, গায়ে থাকা সোনার হার বা আংটি। এই অভিযোগে শনিবার সকালে ৩৪ নং জাতীয় সড়ক স্তব্ধ করে দিলেন লরিচালকরা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। অভিযোগ শুক্রবার রাতে রফিকুল নামে এক লরি চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় আগুনে ঘৃতাহুতি পড়ে। লরি চালকদের দীর্ঘদিনের চাপা অসন্তোষ পথ অবরোধের মধ্যে দিয়ে ফুটে বার হয়। সকাল সাড়ে ৮টা থেকে ৩৪ নং জাতীয় সড়কের সুস্থানী মোড় অবরোধ করা হয়। ফলে অল্প সময়ের মধ্যেই এই ব্যস্ত সড়কে লরি ও অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। যা সময়ের সঙ্গে সঙ্গে আরও সুদীর্ঘ হতে থাকে। পুলিশ এলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান লরি চালকরা। পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ করেন তাঁরা। সাড়ে ৩ ঘণ্টা অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন লরি চালকরা। কিন্তু ততক্ষণে যানজট ভয়ংকর চেহারা নিয়েছে। যা ছাড়তে দিন কাবার হয়ে যাবে বলেই মনে করছেন সকলে।

Share
Published by
News Desk