Categories: State

কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

Published by
News Desk

এক কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক তৃণমূল নেতার ছেলেকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার কুলডিহা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধের দিকে ওই কিশোরী যখন বাড়িতে একা ছিল তখন তার বাড়িতে ঢোকে স্থানীয় তৃণমূল নেতা মুরারিমোহন দাসের ছেলে সন্তু দাস। একা ওই কিশোরীকে এরপর ধর্ষণ করে তাকে বিষ খাওয়ায় সে। তারপর সেখান থেকে চম্পট দেয়। পরে বাড়ির লোকজন ফিরে দেখেন মেয়ে মেঝেতে পড়ে আছে। তার মুখ দিয়ে সাদা ফেনা বার হচ্ছে। তখনই তাকে ডেবরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। ওই কিশোরীর পরিবারের তরফে সন্তু দাসের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে সন্তু দাসকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ঘটনা ঘিরে সকাল থেকেই কুলডিহা গ্রামে চাপা উত্তেজনা রয়েছে।

Share
Published by
News Desk