Categories: State

শ্রমিক মৃত্যু ঘিরে উত্তেজনা, বিক্ষোভে কয়েকশো মানুষ

Published by
News Desk

কারখানার গোডাউনের গেট চাপা পড়ে মৃত্যু হল ১ শ্রমিকের। শনিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের পাগলাহাট এলাকায়। এখানেই একটি কারখানার গোডাউনের সামনে কাজ করছিলেন সামাদ মোল্লা নামে ১ শ্রমিক। স্থানীয়দের দাবি, আচমকাই সামাদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোডাউনের বিশাল গেট। গেটের তলায় সামাদ সহ আরও ১ শ্রমিক চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় সামাদের। অন্য ১ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরই কারখানার ৪ আধিকারিক সামাদ মোল্লার দেহ ১টি গাড়িতে তুলে চম্পট দেওয়ার চেষ্টা করেন। তড়িঘড়ি ধুয়ে ফেলা হয় রক্তের চিহ্নও। এতেই ক্ষেপে ওঠেন এলাকাবাসী। কয়েকশো মানুষ জড়ো হয়ে যান। আটকে দেওয়া হয় ওই গাড়িটিকে। শুরু হয় কারখানার গেটের কাছে বিক্ষোভ। দোষীদের শাস্তির দাবিতে অবরোধ করা হয় বাসন্তী হাইওয়েও। পরে পুলিশ এসে দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেওয়ার পর অবস্থা আয়ত্তে আসে। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। সামাদ মোল্লার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Share
Published by
News Desk