Categories: State

ক্যানসার আক্রান্তকে ভাঙা কাচের বোতল দিয়ে আক্রমণ

Published by
News Desk

বাইক থেকে নামতে গেলে পা একটু ছড়িয়ে যায়। সেই পা গিয়ে লেগেছিল পাশে দাঁড়িয়ে থাকা এক যুবকের গায়ে। দুজনের মধ্যে বচসা লেগে যায়। যা থেকে ধাক্কাধাক্কি। অভিযোগ তারপরই ক্যানসার আক্রান্ত যুবকের মাথায় ভাঙা বোতল দিয়ে মারে ২ দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাটি ঘটে বেলুড়ের ডন বস্কো স্কুলের সামনে। রক্তাক্ত অবস্থায় মিরাজ আলি নামে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রমেশ গিরি ও আকাশ সিং নামে ২ দুষ্কৃতীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk